Type to search

Lead Story আন্তর্জাতিক

রাশিয়া যুদ্ধ চায় না, শলৎসের সাথে বৈঠক শেষে রুশ প্রেসিডেন্ট

চলমান ইউক্রেন উত্তেজনা নিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, আমরা যুদ্ধ চাই না। ইউরোপে কোনো যুদ্ধের কথা চিন্তা করতে পারি না। মস্কোতে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এক প্রতিবেদনে বিবিসি এসব তথ্য জানিয়েছে।

পুতিন জানান, ইউরোপে আমরা কোনো যুদ্ধের কথা ভাবতে পারি না। ইউক্রেন ইস্যুতেও যুদ্ধ চায়না রাশিয়া। ১৯৯০ সালে যুগোস্লাভিয়া ইস্যুতে যুদ্ধ হয়েছিলো এই মহাদেশে। যা হয়েছে ন্যাটোর প্ররোচণায়।

তিনি আরও জানান, যুদ্ধ চাই না দেখেই কূটনৈতিক আলোচনার পথ খোলা রেখেছি আমরা। কিন্তু আমাদের প্রস্তাবনার কোনো সাড়া এখনো পাওয়া যায়নি। এখনো আলোচনার জন্য ন্যাটো ও যুক্তরাষ্ট্রের কাছে একাধিক ইস্যু আছে।

জার্মান চ্যান্সেলর ওলাফ ওলাফ শলৎসের সাথে বৈঠক প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, জার্মানি হচ্ছে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদ্বার। আমি চাই দুই দেশের সম্পর্ক আরও ভালো হোক।

এবিসিবি/এমআই

Translate »