Type to search

Lead Story আন্তর্জাতিক

রাশিয়ার পারমাণবিক অস্ত্র মোতায়েনের হুমকি

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে সতর্ক করেছে রাশিয়া। সুইডেন ও ফিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোতে যোগ দিলে রাশিয়া এ অঞ্চলে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেবে। একই সঙ্গে জোরদার করবে প্রতিরক্ষাব্যবস্থা। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্রদের একজন এসব কথা বলেছেন।

রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান হিসেবে বর্তমানে কর্মরত আছেন পুতিনের মিত্র দিমিত্রি মেদভেদেভ। তিনি ২০০৮-২০১২ সাল পর্যন্ত রুশ প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন। এছাড়া ২০১২-২০২০ সাল পর্যন্ত তিনি ছিলেন রাশিয়ার প্রধানমন্ত্রী।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে ১ হাজার ৩০০ কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে ফিনল্যান্ডের। দেশটির নিজেদের সুরক্ষার কথা ভেবে ন্যাটোতে যোগ দেওয়ার কথা ভাবছে। একই চিন্তাভাবনা করছে সুইডেন।

গত বুধবার ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিন বলেন, ‘তার দেশ আগামী কয়েক সপ্তাহের মধ্যে ন্যাটোতে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর এ বক্তব্যের দিমিত্রি মেদভেদেভ বলেন, ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ড যোগ দিলে রাশিয়াকে বিশেষ করে বাল্টিক অঞ্চলে তার স্থল, বিমান ও নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে হবে।

পারমাণবিক অস্ত্র মোতায়েনের হুমকি দিয়ে মেদভেদেভ বলেন, ‘পারমাণবিক অস্ত্রমুক্ত বাল্টিক অঞ্চল নিয়ে আর কোনো কথা বলা যাবে না।’

পুতিনের এই মিত্র আরও বলেন, এখন পর্যন্ত বাল্টিক অঞ্চলে রাশিয়া পারমাণবিক অস্ত্র মোতায়েনের মতো কোনো পদক্ষেপ নেয়নি ও তা নিতেও চাচ্ছিল না। কিন্তু রাশিয়াকে যদি বাধ্য করা হয়, তাহলে মনে রাখবেন আমরা এটি চাইনি।

এবিসিবি/এমআই

Translate »