Type to search

Lead Story আন্তর্জাতিক

রাশিয়ার ছয় হাজার সেনা নিহত, ধারণা আমেরিকার

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ বৃহস্পতিবার টানা ১৫ দিনের মতো চলছে দেশ দুইটির মধ্যে সংঘাত। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ২ সপ্তাহের লড়াইয়ে রাশিয়ার অন্তত ৫ থেকে ৬ হাজার লোকের মৃত্যু হয়েছে। সিবিএস’কে মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানান।

এছাড়া যুদ্ধে আনুমানিক ১৫ থেকে ১৮ হাজার রুশ সেনা আহত হয়েছে। যা নিহতের সংখ্যার তিনগুণ। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তা বলেন, এই অনুমান ‘খুব উল্লেখযোগ্য হতাহত’।

অন্যদিকে ইউক্রেনে দাবি করেছে, যুদ্ধে রাশিয়ার ১২ হাজার সেনা নিহত হয়েছে। তবে গত সপ্তাহে রাশিয়া জানায়, ইউক্রেনে সংঘাতে তাদের ৫০০ এর কম সেনা নিহত হয়েছে।

তবে বিবিসির পক্ষ থেকে এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিবিসি।

এবিসিবি/এমআই

Translate »