Type to search

Lead Story আন্তর্জাতিক

রমজানের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্ব মুসলিমের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সোমবার (১২ এপ্রিল) দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি।

এক বিবৃতিতে জো বাইডেন বলেন, জিল এবং আমি আমেরিকাসহ বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি উষ্ণ শুভেচ্ছা এবং শুভ কামনা জানাই। রামাদান কারিম। অনেক আমেরিকান রোজা রাখবেন। আমরা মনে করিয়ে দিচ্ছি, এই বছরটি কতটা কঠিন ছিলো। করোনা সংকটে অনেক বন্ধুবান্ধব ও প্রিয়জন এখনও একত্রিত হতে পারেননি। বহু পরিবার প্রিয়জনদের ছাড়াই ইফতার করবেন।

জো বাইডেন আরও বলেন, মুসলমান সম্প্রদায় নতুন প্রত্যাশায় সংযম শুরু করবেন। সৃষ্টিকর্তার নৈকট্য লাভের জন্য অনেকেই আরও সচেতন হবেন। একে অন্যের প্রতি সেবার ব্রত নিয়ে, তাদের বিশ্বাসের প্রতি অবিচল থেকে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন। সবার সুস্বাস্থ্য, সর্বাঙ্গীন মঙ্গল ও সুন্দর জীবন কামনা করবেন।

Translate »