রবিবার থেকে আবার ৪৮ ঘণ্টার অবরোধ ঘোষণা করলো বিএনপি

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে টানা ৭২ ঘণ্টা অবরোধ শেষে দুই দিন বিরতি দিয়ে ফের আগামী রবিবার সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার রেলপথ, নৌপথ, রাজপথ সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের হাজারো নেতাকর্মী গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে দুই দিন বিরতি দিয়ে ফের ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলো। তিনি বলেন, গ্রেফতার, হামলা মামলা করে এক দফার আন্দোলন বন্ধ করা যাবে না।
বিএনপির অবরোধের আওতামুক্ত থাকবে :রুহুল কবির রিজভী জানান, সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডারের গাড়ি ও জরুরি ওষুধ পরিবহন বিএনপির অবরোধের আওতামুক্ত থাকবে।
জামায়াতের ঘোষণা: জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বর্তমান সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারব্যবস্থা পুনর্বহাল এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেফতারকৃত সব নেতাকর্মীর মুক্তির দাবিতে আগামী ৫ নভেম্বর রবিবার ভোর ছয়টা থেকে ৭ নভেম্বর মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন। বিগত তিন দিনের অবরোধ চলাকালে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি এবং এজন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ শুক্রবার দেশব্যাপী দোয়া অনুষ্ঠান হবে বলে জানান।-ইত্তেফাক
এবিসিবি/এমআই