Type to search

Lead Story সারাদেশ

রংপুরে দুই বাসের সংঘর্ষে মৃত্যু বেড়ে ১০, আহত ৭০ 

জেলা প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে দুই বাসের সংঘর্ষে মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পাঁচ জন ঘটনাস্থলে এবং পাঁচ জন রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন। এতে আহত হয়েছেন অন্তত ৭০ জন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব মোর্শেদ (ওসি) ঘটনার নিশ্চিত করে জানান, ‘রবিবার (৪ আগস্ট) রাত ১টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের খারুভাজ সেতুর কাছে ২টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপারসহ পাঁচ জন নিহত হন। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে নিলে আরও পাঁচজনের মৃত্যু হয়।’

এদিকে, ৭০ জন আহতের মধ্যে বেস কয়েকজন চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। এখনো ভর্তি আছেন ৬০ জন। এদের মধ্যে নারী রয়েছেন এবং অধিকাংশই আশঙ্কাজনক অবস্থায় আছেন বলে ডাক্তার জানিয়েছেন।

আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয়রা বলেন, রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওই এলাকায়। বৃষ্টির মধ্যেই রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের খারুভাজ সেতুর কাছে যাত্রীবাহী জোয়ানা পরিবহনের সাথে ইসলাম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বৃষ্টিতে ভিজে উদ্ধারকাজ পরিচালনা করেছেন। মৃত্যু ও আহতদের সঠিক নাম ঠিকানা পাওয়া যায়নি।

এবিসিবি/এমআই

Translate »