Type to search

Lead Story অস্ট্রেলিয়া কমিউনিটি

মেলবোর্নের টালামারিনে রহস্যজনকভাবে মৃত মা ও তিন সন্তানের পরিচয় পাওয়া গেছে

Katie Perinovic, 42, was found dead with her three children aged 3, 5, and 7 at their Tullamarine home.
Facebook

 

মেলবোর্ন সিবিডি থেকে প্রায় ২৫ কি.মি. দূরে টালামারিন শহরতলিতে তিন শিশু ও তাদের মায়ের যে মৃতদেহ পাওয়া গেছে তা হত্যা না আত্মহত্যা তা পুলিশ এখনো তদন্ত করছে।

ওই পরিবারের টালামারিন এলাকার বাড়িতে গত বৃহস্পতিবার দুপুরে যখন পুলিশ ডাকা হয় তখন সেখানে ৪২ বছর বয়স্ক কেটি পেরিনভিক, তার তিন বছরের পুত্র ম্যাথিউ এবং সাত ও পাঁচ বছরের দুকন্যা ক্লেয়ার এবং আনার মৃতদেহ পাওয়া যায়।

৪৮ বছর বয়স্ক গৃহকর্তা টোমিস্লাভ পেরিনভিককে বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।

 

Katie Perinovic, 42, was found dead with her three children aged 3, 5, and 7 at their Tullamarine home.

Katie Perinovic, 42, was found dead with her three children aged 3, 5, and 7 at their Tullamarine home.
Facebook

 

ধারণা করা হচ্ছে অক্ষত থাকা গৃহকর্তা টোমিস্লাভ পেরিনভিকই পুলিশ ডেকেছিলেন।

এক্টিং ডেপুটি কমিশনার রবার্ট হিল স্বীকার করেছেন গৃহকর্তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে, তবে সকলকে আগ বাড়িয়ে কোন সিদ্ধান্তে না পৌঁছুতে সতর্ক করে দেন।

ওই পরিবারের কোন সহিংসতা বা নির্যাতনের রেকর্ড নেই, তবে পুলিশ হত্যা-আত্মহত্যার পরিস্থিতি বিবেচনা করে তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে।

 

Forensic officers are seen at work at a crime scene in Tullamarine.

Forensic officers are seen at work at a crime scene in Tullamarine.
AAP

 

পুলিশ বলছে এই ঘটনায় তারা অন্য আর কাউকে খুঁজছে না এবং এজন্য কমিউনিটি ঝুঁকির মধ্যে নেই।

উল্লেখ্য যে কয়েকদিন আগে মেলবোর্নের দক্ষিণ-পূর্ব শহরতলি গ্লেন ওয়েভারলির একটি বাড়িতে আগুন লাগলে সেখানে মা ও তিন শিশু নিহত হয়, এর পরপরই এমন আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটলো।

গত মাসে পৃথক ঘটনায় মেলবোর্নের আরেক শহরতলি পয়েন্ট কুকের একটি বাড়িতে আগুন ধরিয়ে দিলে একই পরিবারের এক শিশুসহ তিন জন মারা যায়, ওই ঘটনায় একজন নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পাঠকদের মধ্যে কেউ যদি আত্মহত্যা রোধের জন্য তথ্য ও সহায়তা চান তবে যোগাযোগ করুন লাইফলাইনে ১৩ ১১ ১৪ নাম্বারে, অথবা সুইসাইড কল ব্যাক সার্ভিস ১৩০০ ৬৫৯ ৪৬৭ এবং কিডস হেল্পলাইন (২৫ বছর বয়স পর্যন্ত) ১৮০০ ৫৫ ১৮০০ নাম্বারে।
মানসিক স্বাস্থ্য বিষয়ক তথ্য-সহায়তার জন্য ভিজিট করুন বিয়ন্ড ব্লু ওয়েবসাইটে।

 

SBS

Translate »