Type to search

Lead Story জাতীয় সারাদেশ

মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউকে ডেকে কড়া প্রতিবাদ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে রাখাইন রাজ্যের পাহাড় থেকে ছোড়া একটি মর্টার শেল ১ রোহিঙ্গা কিশোরের মৃত্যুসহ কয়েকজন রোহিঙ্গা আহত হওয়ায় মিয়ানমারের রাষ্ট্রদূত উ অং কিয়াউ মোকে ডেকে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।

আজ রোববার বেলা ১১টা ২০ মি‌নি‌টে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আসেন মিয়ানমা‌রের রাষ্ট্রদূত অং কিয়াউ মো।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে ১৫‌ থে‌কে ১৭ মি‌নিট অপেক্ষা ক‌রি‌য়ে রাষ্ট্রদূতসহ দুজনকে মহাপরিচালক মো. নাজমুল হুদার দপ্ত‌রে ডে‌কে নেওয়া হয়। এ সময় বাংলাদেশ সীমান্তে একের পর এক হামলার ঘটনার ব্যাখ্যা চেয়ে তাকে কড়া প্রতিবাদ জানিয়ে চিঠি হস্তান্তর করা হয়।

পরে বেলা ১২টা ১০ মিনিটের দিকে মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন।

এবিসিবি/এমআই

Translate »