মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহনসহ ফেরিডুবি

জেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জের পাটুরিয়ার পাঁচ নং ঘাটে ফেরিডুবির ঘটনা ঘটেছে। বুধবার (অক্টোবর) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা ঘটনার নিশ্চিত করেছেন।
জানা গেছে, আমানত শাহ নামে একটি ফেরি দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে এসে পাটুরিয়ার পাঁচ নং ঘাটে ভেড়ার সময় হঠাৎ ফেরিতে পানি ঢুকে যায়। এ সময় ৩টি ট্রাক নামলেও ১৭টি ট্রাক নিয়ে ফেরিটি ডুবে যায়।
পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মী, স্থানীয় প্রশাসন ও ডুবুরিরা উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
এবিসিবি/এমআই