Type to search

Lead Story আন্তর্জাতিক

মসজিদে নববিতে শেহবাজদের দেখে পাকিস্তানিদের ‘চোর চোর’ স্লোগান

তিন দিনের সফরে গত বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। শেহবাজের সফরসঙ্গী হয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি, প্রতিরক্ষামন্ত্রী খাওয়াজা আসিফ, বাণিজ্যমন্ত্রী মিফতাহ ইসমাইল, তথ্যমন্ত্রী মরিয়মসহ আরও অনেকে। পরবর্তীতে শেহবাজ ও তার প্রতিনিধিদল নামাজ পড়তে যান মসজিদে নববিতে।

সেখানেই ঘটে বিপত্তি। এক দল পাকিস্তানি হজ পালনকারী শেহবাজদের দেখে চোর চোর বলে স্লোগান দিতে থাকে। ইতোমধ্যে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, মহানবী (স)-এর মসজিদে শেহবাজ ও তার সঙ্গীদের দেখে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন একদল পাকিস্তানি।

আরেক ভিডিওতে, মসজিদের ভেতর মরিয়ম আওরঙ্গজেব এবং জাতীয় পরিষদের সদস্য শাহজাইন বুগতির উদ্দেশে কিছু লোককে গালিগালাজ করতে দেখা যায়।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এসব প্রতিবাদকারী ইমরান খানের দল পিটিআইয়ের সমর্থক। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন পাকিস্তানিকে আটক করেছে সৌদি কর্তৃপক্ষ।

এবিসিবি/এমআই

Translate »