Type to search

Lead Story রাজনীতি সারাদেশ

ভোলায় পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত ১, আহত ৫০

জেলা প্রতিনিধিঃ সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১ জন নিহত ও পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

আজ রবিবার (৩১ জুলাই) সকালে মহাজনপট্টি ভোলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে দলটি বিক্ষোভ মিছিল শুরু করে। এসময় পুলিশ বাধা দিলে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) আরমান হোসেনসহ প্রায় ৫০ জন আহত হয়েছেন। আব্দুর রহিম নামে ১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন ২০ জন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার জানান, ‘সরকার বিরোধী স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীরা সড়কে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে পুলিশ বাধা দেয়।’

এবিসিবি/এমআই

Translate »