ভোটকেন্দ্রে বসে মাছি তাড়াতে হবে

সচেতন নাগরিকদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘এই হাস্যকর ও ভুয়া নির্বাচন বানচাল করবে ভোটাররা। ওদেরকে (নির্বাচন সংশ্লিষ্ট কাজে দায়িত্বরত ব্যক্তিদের) ভোটকেন্দ্রে বসে বসে মাছি তাড়াতে হবে।’
চলমান আন্দোলন-কর্মসূচি সম্পর্কে তিনি বলেন, ‘বিএনপিসহ সকল বিরোধী দল আন্দোলন করছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, দেশে গণতন্ত্র ফেরানোর জন্য। আমাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ।’
এসময় তিনি হরতালের ঘোষণা দিয়ে বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে পাঠিয়ে উন্নত চিকিৎসা নিশ্চিতের দাবিতে, মির্জা ফখরুলসহ বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে মুক্তির দাবিতে—আগামী ১৮ ডিসেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ঘোষণা করছি।’
রিজভী বলেন, ‘প্রকাশ্যে দরকষাকষি করে সিট ভাগাভাগির একটা নির্বাচন নিয়ে প্রতিদিন নাটক দেখতে দেখতে দেশের মানুষ ক্লান্ত। সর্বসাকুল্যে একটাই দল আর এক নেত্রীর নেতৃত্বেই নির্বাচন করার জন্য—দেশটাকে মগেরমুল্লুক বানিয়ে ফেলেছে তারা। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের জেলে ঢুকিয়ে, দেশের জনগণকে জিম্মি করে—আগামী ৭ জানুয়ারি রাষ্ট্রের প্রায় ২ হাজার কোটি টাকার শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন চলছে।’
নির্বাচন নিয়ে সাধারণ মানুষের কোনো আগ্রহ নেই—দাবি করে তিনি আরও বলেন, ‘সরকার পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে গেছে যে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি গ্রেপ্তারের ভয়ে বাড়ি ছাড়া। তার পরিবারের লোকজন খাবার না পেয়ে কষ্টে দিনযাপন করছে। অথচ আওয়ামী লীগের কার্যালয়ে ঢাক-ঢোল বাজানো হচ্ছে। আর জনপদগুলোতে নিজেরাই মারামারি, খুনাখুনি করছে। মানুষ আর এসব সহ্য করতে পারছে না।’-ইত্তেফাক
এবিসিবি/এমআই