Type to search

Lead Story অপরাধ অর্থ ও বাণিজ্য

ভূমি অপরাধ দমন: খসড়া আইনে মতামত নিচ্ছে মন্ত্রণালয়

ভূমি অপরাধ দমন খসড়া আইনের ওপর মতামত নিচ্ছে ভূমি মন্ত্রণালয়। খসড়াটি ইতোমধ্যে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। দেশের যে কোনো নাগরিক খসড়া আইনটির ওপর মতামত দিতে পারবেন। আইনটি প্রণয়নে সংশ্নিষ্টদের যৌক্তিক মতামত গ্রহণ করা হবে।

ভূমি মন্ত্রণালয় সূত্র জানায়, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় ভূমি নিয়ে ২২ ধরনের অপরাধ বিষয়ে উল্লেখ করা হয়েছে। অপরাধের মাত্রাভেদে ন্যূনতম তিন মাস থেকে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও ন্যূনতম ১০ হাজার থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা অর্থদণ্ড বিধানের প্রস্তাব করা হয়েছে। বেশ কিছু অপরাধের ক্ষেত্রে অজামিনযোগ্য বিধানের কথাও বলা হয়েছে।

ভূমি সম্পর্কিত দেওয়ানি ও ফৌজদারি মামলাজট হ্রাসে খসড়া আইনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। জানা গেছে, জনগণের মতামত নেওয়ার পর খসড়া আইনটি সংশোধন করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। পরে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় সংসদে পাঠনো হবে।

খসড়া আইনে ভূমি নিয়ে যে ২২টি অপরাধের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হলো- অন্যের জমির মালিক হওয়ার উদ্দেশ্যে জাল দলিল সৃষ্টি, মালিকানার অতিরিক্ত জমির দলিল সম্পাদন, মালিকানার অতিরিক্ত জমি লিখে নেওয়া, আগের বিক্রি বা হস্তান্তর গোপন করে জমি বিক্রি, বায়নাকৃত জমি নিয়ে পুনরায় চুক্তিবদ্ধ হওয়া, ভুল বুঝিয়ে দানপত্রসহ সৃষ্টি, সহ-উত্তরাধিকারীকে বঞ্চিত করে প্রাপ্যতার অধিক জমির নিজ নামে দলিল সৃষ্টি ও নিজের প্রাপ্যতার অধিক জমি বিক্রি, অবৈধ দখল, সহ-উত্তরাধিকারীর জমি জোরপূর্বক দখলে রাখা, অবৈধভাবে মাটি কাটা, বালি উত্তোলন ও জলাবদ্ধতা সৃষ্টি করা।

এ ছাড়াও যেসব অপরাধের কথা বলা হয়েছে সেগুলো হলো- বিনা অনুমতিতে ভূমির ওপরের স্তর (টপ সয়েল) কাটা, অধিগ্রহণের আগে জমির মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে অতিরিক্ত মূল্য দেখিয়ে নিবন্ধন করা, জনসাধারণের ব্যবহার্য, ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠানের জমি দখল, বিনা অনুমতিতে পাহাড় বা টিলার পাদদেশে বসতি স্থাপন, রিয়েল এস্টেট ডেভেলপারদের জমি ও ফ্ল্যাট হস্তান্তর ইত্যাদি সম্পর্কিত অপরাধ, সরকারি-বেসরকারি-স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জমি বেআইনি দখল, নদী, হাওর, বিল ও অন্যান্য জলাভূমির শ্রেণি পরিবর্তন, অবৈধ দখল গ্রহণ ও দখল বজায় রাখতে পেশিশক্তি প্রদর্শন, সন্নিকটবর্তী ভূমি মালিকের ভূমির ক্ষতিসাধন ও অপরাধ সংঘটনে সহায়তা বা প্ররোচনা ইত্যাদি।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »