Type to search

Lead Story আন্তর্জাতিক

ভারতে কোভিড-১৯ ভ্যাকসিনের বোতলে তরল প্যারাসিটামল!

এমনিতেই করোনাভাইরাস মহামারিতে নাজুক অবস্থা ভারতের। তার মধ্যে করোনা প্রতিষেধক রেমডিসিভির -এর খালি বোতলে তরল প্যারাসিটামল ভরে একটি চক্র তা ভ্যাকসিন হিসেবে বিক্রি শুরু করেছিল। যার প্রতিটি ভ্যাকসিনের দাম নেওয়া হচ্ছিল ৩৫ হাজার টাকা!

ভারতের সংবাদ মাধ্যম জিনিউজের বরাতে জানা গেছে, রেমডিসিভির -এর খালি বোতলে তরল প্যারাসিটামল ভরে তা ভ্যাকসিন হিসেবে বিক্রি করা একটি চক্রকে আটক করেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ওই চক্রের একটি আস্তানায় পুলিশ অভিযান চালায়। আটক করা হয় প্রশান্ত গড়ক, শঙ্কর পিসে, দিলীপ গায়কোয়াড ও সন্দীপ গায়কোয়াড নামে ৪ জনকে সক্রিয় চক্রের সদস্যদের। ওই চক্রের শিকড় কতদূর তা জানতে ৪জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

মহারাষ্ট্রে ভয়ঙ্কর আকার ধারণ করেছে কোভিড-১৯ সংক্রমণ। রাজ্যে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হলেও প্রয়োজনের তুলনায় তা একেবারেই কম। ফলে বেসরকারি ক্ষেত্রে টিকার চাহিদা ও দাম বাড়ছিল হুহু করে। সেই সুযোগটাই নিয়েছিল মহারাষ্ট্রের বারামতি জেলার একটি চক্র। পরে ক্রেতা সেজে অপরাধীদের আটক করল পুলিশ।

Translate »