Type to search

Lead Story আন্তর্জাতিক

ভারতে করোনাভাইরাসে আরও ২৬৭৭ জনের মৃত্যু 

ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দুই হাজার ৬৭৭ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ৪৬ হাজার ৭৫৯ জনের।

আজ রোববার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানায় হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক লাখ ১৪ হাজার ৪৬০ জন।  এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুই কোটি ৮৮ লাখ ৯ হাজার ৩৩৯ জনে। এসময়ের মধ্যে মৃত্যু হয়েছে দুই হাজার ৬৭৭ জনের।  ফলে মোট মৃত্যু গিয়ে দাঁড়িয়েছে তিন লাখ ৪৬ হাজার ৭৫৯ জনে।

রোববার ভারতে করোনা সংক্রমণ এবং মৃত্যু দুটোই কমেছে। গতকাল শনিবার দেশটিতে করোনা আক্রান্ত হয়েছিল ১ লাখ ২০ হাজার ৫২৯ জন এবং মৃত্যু হয়েছিল ৩ হাজার ৩০৮ জনের।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা বিশ্বে  আজ রোববার সকাল পর্যন্ত ১৭ কোটি ৩৭ লাখ ২৩ হাজার ৯৪৮ জন শনাক্ত হয়েছেন।  মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৩৬ হাজার ৩৫২ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এর পর ব্রাজিলে।  তার পরই রয়েছে ভারত।

Translate »