Type to search

Lead Story আন্তর্জাতিক

ভারতের মানুষকে বাঁচাতে পারে পূর্ণ লকডাউনে: রাহুল গান্ধী

সর্বভারতীয় কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী এক টুইটারে লেখেছেন, শুধুমাত্র পূর্ণ লকডাউনই বাঁচাতে পারে এখন ভারতের মানুষকে। ভারত সরকারের নিষ্ক্রিয়তা অসংখ্য নিরীহ জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। গত মঙ্গলবার (৪ মে) এখবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু।

প্রতিবেদনে জানানো হয়, এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে দলের মুখপাত্র শক্তিসিংহ গোহিল বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন বাসভবন নিয়ে কেন্দ্রীয় সরকারের পরিবেশ ছাড়পত্র দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি জানিয়েছেন, ভারতে এখন স্বাস্থ্যখাতে আইসিইউ বেডের মতো অবকাঠামো দরকার। সাথে প্রয়োজন নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ এবং রেমডিসিভির মতো ওষুধ। এগুলোর বদলে এই মুহূর্তে মোদি সরকার প্রধানমন্ত্রীর নতুন বাড়ির পরিবেশ ছাড়পত্র নিয়ে ব্যস্ত।

একটি আলাদা টুইটে রাহুল গান্ধী পরিষ্কার করে জানান, তিনি এখন একটি সম্পূর্ণ লকডাউনের পক্ষে। কারণ কোভিড-১৯ মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের কৌশলের অভাবেই পরিস্থিতি এ পর্যায়ে পৌঁছেছে। এই কংগ্রেস নেতা আরো জানান, তারা ভাইরাসটিকে এই পর্যায়ে পৌঁছাতে সক্রিয়ভাবে সহায়তা করেছে।

Translate »