Type to search

Lead Story বাংলাদেশ রাজনীতি

ব্রিটিশ হাইকমিশনারের মধ্যাহ্নভোজে বিএনপি নেতারা

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে দেখা করেছে বিএনপির একটি প্রতিনিধি দল। রোববার দুপুর ১২টার দিকে এই প্রতিনিধি দল ব্রিটিশ হাইকমিশনারের বাসায় যায়।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, হাইকমিশনারের মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণে তারা সেখানে যান।

হাইকমিশন এক ফেসবুক পোস্টে বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে হাইকমিশনারের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য ফাহিমা নাসরীন মুন্নী, ঢাকা জেলা বিএনপি সদস্যসচিব নিপুণ রায় চৌধুরী প্রমুখ।

Translate »