বেশি গ্রেপ্তারের শিকার হচ্ছেন সরকারের সমালোচকরা

সরকারের সমালোচকরাই এখন সবচেয়ে বেশি গুম ও গায়েবি মামলায় গ্রেপ্তারের শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী সরকার নিজেদের অস্তিত্বের প্রশ্নে সবসময় অজানা আশঙ্কায় উদ্বিগ্ন থাকে। তাই বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ভয় পাইয়ে রাখার জন্য গুম ও ক্রসফায়ারের ধারাবাহিকতা চালু রাখা হয়েছে।
তিনি বলেন, বাসাবাড়িতে হানা, বাড়ির সদস্যদের প্রতি দুর্ব্যবহারসহ নানাভাবে বিএনপির নেতাকর্মী ও তাদের পরিবার নির্যাতন-নিপীড়নের জাঁতাকলে পিষ্ট হচ্ছে।-সমকাল
এবিসিবি/এমআই