বেগম জিয়াকে বিদেশ নিতে বিকল্প উপায় খুঁজছে পরিবার

রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিত্সাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিত্সার জন্য তার পরিবারের করা আবেদন নাকচ হওয়ার পর এখন আইনগত ও অন্যান্য বিকল্প উপায় খুঁজছেন তারা।
দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এখন সর্বোচ্চ চিকিত্সা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে ঢাকায়।একইসাথে বিদেশে নেওয়ার জন্য আইনগত বা অন্য কোনো উপায় আছে কি-না, তা খতিয়ে দেখে দলের নীতি-নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত গ্রহণ করবে।
গতকাল সোমবার রাতে ফখরুল বলেন, জোর করে তাকে বিদেশে নিয়ে যেতে পারব না আমরা। বিষয়টি একেবারে না করে দিয়েছে সরকার। সুতরাং আমরা চেষ্টা করব, দেশেই তাকে সর্বোচ্চ উন্নত চিকিত্সা দিতে। একইসাথে অন্য কোনো অপশন আছে কি না বা আইনগত অথবা অন্য কোনো উপায়, আমরা সেটাও দেখব।
বিএনপি মহাসচিব জানান, দেশের সব মানুষই আশা করেছিল, খালেদা জিয়ার স্বাস্থ্যের এই অবনতির কথা ভেবে সরকার মানবিক কারণে হলেও তাকে বাইরে যাওয়ার অনুমতিটা দেবে। কিন্তু শেষমুহূর্তে আইনের কথা বলে এটা নাকচ করে দিয়েছে তারা। কিন্তু আইনে পরিষ্কার বলা আছে, এটা দিতে পারেন সরকার।
খালেদা জিয়ার শরিরীক অবস্থার উন্নতি: এদিকে গতকাল রাতে চিকিত্সকদের সাথে কথা বলে জানা গেছে, বেগম জিয়ার শরিরীক অবস্থার আগের তুলনায় উন্নতি হয়েছে। অক্সিজেন স্যাচুরেশন ভালো থাকছে। এ ধারা অব্যাহত থাকলে কয়দিনের মধ্যে সিসিইউ থেকে কেবিনে ট্রান্সফার করা সম্ভব হবে।
আজ সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি: বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ মঙ্গলবার (১১ মে) দুপুর ১২টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখবেন।
খালেদা জিয়ার ভুয়া করোনা রিপোর্ট ছড়ানোর অভিযোগ: সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভুয়া কোভিড-১৯ রিপোর্ট তৈরি করে একটি মহল তার জন্মতারিখ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং।