Type to search

Lead Story কমিউনিটি

বিদেশি পর্যটকদের ভ্রমণের অনুমতি দিলো জাপান

করোনাভাইরাসের কারণে ২ বছর সীমান্ত বন্ধ রাখার পর এবার বিদেশি পর্যটকদের জন্য দ্বার খুলে দিয়েছে জাপান। তবে জারি রাখা হচ্ছে নতুন কিছু কড়া নিয়ম। সব দেশও নয় বরং এ যাত্রায় বিশ্বের প্রায় ১০০ দেশ ও অঞ্চলের পর্যটকরা শুক্রবার (১০ জুন) থেকে জাপানে ঢোকার অনুমতি পাচ্ছেন।

নতুন বিধিনিষেধের আওতায় ভ্রমণকারীরা সরকার অনুমোদিত প্রাইভেট প্যাকেজ ট্যুরে যেতে পারবে জাপানে। তাদেরকে চিকিৎসা বীমাও কিনতে হবে এবং সব জনসমাগম এলাকায় মাস্ক পরতে হবে। পর্যটকরা বিভিন্ন স্থানে নিজেরা অবাধে ঘুরতেও পারবেন না। তাদের সঙ্গে সব সময়ই থাকবে ট্যুর পরিচালনাকারীরা। খবর বিবিসির।

দীর্ঘ দু’বছর বন্ধের পর সীমান্ত খুলে দেওয়ার কারণে এবছর জাপানে প্রথমবারের মতো বেশ কিছু নতুন পর্যটক সমাগম হতে চলেছে।

কড়া বিধিনিষেধের কারণে কেউ কেউ জাপানে পা না বাড়ালেও সেখানে যেতে আগ্রহীদের সংখ্যা বেড়ে যেতেই দেখছে ট্রাভেল এজেন্সিগুলো। সিঙ্গাপুরের চ্যান ব্রাদারস ট্রাভেল এজেন্সি জানিয়েছে, তারা জাপানে ৫০ টি ট্যুর গ্রুপের বুকিং পেয়েছে। প্রতিটি গ্রুপে ৩০ জন পর্যন্ত আছে মানুষ।

এবিসিবি/এমআই

Translate »