Type to search

Lead Story অপরাধ বিনোদন

বিকৃত যৌনাচরণের উপকরণসহ পরীমণির সহযোগী রাজসহ গ্রেপ্তার ৩

পরীমণির অভিযোগের সঙ্গে সম্পৃক্ত থাকায় রাজ আলোচিত প্রযোজক, অভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। একই সময় রাজের আরো ২ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। আলোচিত নায়িকা পরীমণিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যে বুধবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টায় থেকে তার বাসায় অভিযান চালায় র‍্যাব।

টানা ২ ঘণ্টার অভিযান শেষে রাজধানীর বনানীর রাজের বাসা থেকে রাত ১০টা ১৫ মিনিটের দিকে বের করে আনেন তাকে র‍্যাবের সদস্যরা। তল্লাশি করে নজরুল ইসলাম রাজের বাসা থেকে মাদক ও সীসা সেবনের সরঞ্জাম সহ বিকৃত যৌনাচরণের উপকরণ জব্দ করেছে র‍্যাব। রাজকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর-দফতরে নিয়ে যাওয়া হয়।

এর আগে বুধবার (৪ আগস্ট) বিকেলে আলোচিত পরীমণির বাসায় ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব। অভিযান চালানোর পর সেখান থেকে তাকে আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়, বিস্তারিত পরে জানানো হবে।

Translate »