Type to search

Lead Story কমিউনিটি জাতীয় বাংলাদেশ

বাংলাদেশে সংখ্যালঘুদের সুরক্ষার উদ্যোগকে স্বাগত জানাই: যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল হোয়াইট হাউজে বক্তব্য রাখছেন। ফাইল ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারত ও এ অঞ্চলের অন্যান্য অংশীদারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগকেও স্বাগত জানিয়েছে দেশটি।

গতকাল বুধবার বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন, নিরাপত্তা পরিস্থিতি, মানবাধিকার ও গণতন্ত্রের প্রতিষ্ঠা নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্যাটেল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি।

Translate »