Type to search

Lead Story কমিউনিটি শিক্ষা

বাংলাদেশিসহ ৯০ হাজার বিদেশি কানাডায় স্থায়ী হওয়ার সুযোগ পাচ্ছেন

আগামী কয়েক বছরে কয়েক লক্ষ মানুষকে নাগরিকত্ব দেওয়ার পরিকল্পনা করছে কানাডা। এরই অংশ হিসেবে দেশটিতে চলতি বছরে বাংলাদেশিসহ ৯০ হাজার বিদেশি শিক্ষার্থী ও স্বাস্থ্যকর্মী অনুমতি পাচ্ছেন স্থায়ীভাবে বসবাসের।

গত বুধবার (১৪ এপ্রিল) এই ঘোষণা দেন কানাডার অভিবাসন মন্ত্রী মার্কো মেনডেসিনো।

তিনি জানান, অস্থায়ী বসবাসের অনুমতি নিয়ে যারা কানাডায় নিজেদের ভবিষ্যতকে সাজানোর পরিকল্পনা করছেন তাদের সহযোগিতা করবে নতুন এই নীতি এবং বর্তমানে কানাডায় অবস্থান করছেন যারা বা পড়াশোনা করছে। এই আওতায় পড়বেন না বহিরাগতরা।

তিনি আরও উল্লেখ করেন, কোভিড-১৯ মহামারিতে রোগীদের চিকিৎসায় সেবায় সহযোগিতা করেছেন যারা এবং কানাডার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন; এই সুযোগের আওতায় আসবেন তারা।

এছাড়াও স্বাস্থ্যসেবা থেকে শুরু করে প্রয়োজনীয় অন্যান্য খাতের কর্মী এবং গত ৪ বছরের মধ্যে পোস্ট-সেকেন্ডারি ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীরা এই সুযোগ পাবেন।

৯০ হাজারের মধ্যে করোনাভাইরাস স্বাস্থ্যখাতে অস্থায়ীভাবে কাজ করার জন্য বিশ হাজার, প্রয়োজনীয় অন্যান্য পেশা থেকে ত্রিশ হাজার এবং কানাডার শিক্ষা প্রতিষ্ঠানে গ্রাজুয়েট করা ৪০ হাজার শিক্ষার্থীরা স্থায়ী অভিবাসী হবার জন্য নির্বাচিত হবেন।

আগামী মে মাসের ৬ তারিখ থেকে কাজ শুরু হবে এ প্রকল্পে আর আবেদনের সর্বশেষ সময়সীমা হচ্ছে- এ বছরের ৫ নভেম্বর পর্যন্ত।

Translate »