Type to search

Lead Story কমিউনিটি

ফ্রান্সের প্যারিসে সন্ত্রাসীদের হাতে বাংলাদেশি খুন

ফ্রান্সে সন্ত্রাসীদের হাতে সোহেল রানা (৪৩) নামে এক বাংলাদেশি নির্মমভাবে খুন হয়েছে। গেল ২১ মে ভোরে সন্ত্রাসীদের হাতে আক্রান্ত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় প্যারিসে বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সোহেল মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখানের লতব্দী ইউনিয়নের খিদিরপুর এলাকার আজিজুল হক সরকারে পুত্র। সোহেল রানা চার ভাইদেরে মধ্যে দ্বিতীয়। তার ৩ বছরের এক শিশুসন্তান রয়েছে। তিনি স্ত্রী ও শিশুসন্তান নিয়ে প্যারিসে বসবাস করতেন।

নিহতের বাবা আজিজুল হক সরকার জানান, ‘আমার ছেলে সোহল রানা রাজধানী প্যারিসে রাতের বেলা কাজ করতেন একটি রেস্টুরেন্টে। ছেলে কর্মচারী হলেও মালিকসহ সবাই খুব আদর করত আমার ছেলেকে। প্রতিদিনের মতো গেল শনিবার ভোর ৫টার দিকে রেস্টুরেন্টে কাজ শেষ করে সবাই বাসার উদ্দেশে বের হয়ে গেলে ১০ মিনিট পরে আমার ছেলে বের হয়।

রেস্টুরেন্টের কাছের একটি গলিতে চার সন্ত্রাসী মিলে আমার ছেলেকে মারধর করে পালিয়ে যায় তবে মাথার আঘাতটা ছিল খুব বেশি। পরে পুলিশ এসে হাসপাতালে নিয়ে যায় তাকে। ৪ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার বাংলাদেশ সময় বেলা ১১টার দিকে সোহেল চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়। নিহতের ঘটনায় রেস্টুরেন্টের মালিক বাদী হয়ে ফ্রান্সের একটি থানায় মামলা দায়ের করেছেনও বলে তিনি জানান।

সোহেল রানার মৃত্যুর খবর শোনে তার নিজ বাড়ির স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

লতব্দী ইউপি চেয়ারম্যান হাফেজ মো. ফজলুল হক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। খবরটি শোনার পর আমি মর্মাহত হয়েছি।

এবিসিবি/এমআই

Translate »