ফেরিতে যাত্রীদের চাপাচাপিতে ৫ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ মাদারীপুর জেলার শিবচরের বাংলাবাজার ফেরিঘাটে যাত্রীদের চাপাচাপিতে এক কিশোরসহ ৫জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, শিমুলিয়া থেকে যাত্রী নিয়ে এনায়েতপুরি নামে একটি ফেরি বাংলা বাজারের উদ্দেশ্যে রওনা হলে মাঝ পদ্মায় তীব্র গরমে জ্ঞান হারায় ৪ যাত্রী। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এর আগে শাহপরান একটি ফেরিতে অসুস্থ হয়ে ১ কিশোরের মৃত্যু হয়। মৃত্যু কিশোরের বাড়ি শরিয়তপুরের নড়িয়াতে। অন্যদের পরিচয় জানা যায়নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, কিশোরসহ ৫জনের মৃত্যু হয়েছে ফেরিতে। হয়তো মৃত্যু হতে পারে গরম ও হিটস্ট্রোকের কারণে।