ফিনল্যান্ড-সুইডেনকে ফের হুঁশিয়ারি রাশিয়ার
ফিনল্যান্ড ও সুইডেনকে ফের হুঁশিয়ারি দিলো রাশিয়া। ‘ন্যাটোতে যোগদানের পরিণতি সম্পর্কে দ্বিপাক্ষিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সুইডেন এবং ফিনল্যান্ডকে সতর্ক করেছে রাশিয়া।’ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই মন্তব্য করেছেন। বুধবার (২০ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রাশিয়া-২৪ সম্প্রচারকে জাখারোভা বলেন, ‘আমরা প্রকাশ্যে এবং দ্বিপাক্ষিক চ্যানেলের মাধ্যমে আমাদের সমস্ত সতর্কতা জারি করেছি। তারা (সুইডেন এবং ফিনল্যান্ড) এ সম্পর্কে অবগত। তাদের অবাক হওয়ার কিছু থাকবে না, তাদের সবকিছু সম্পর্কে অবহিত করা হয়েছে, এতে কী হতে পারে।’
ন্যাটোতে যোগদানের বিষয়ে ফিনল্যান্ডের পার্লামেন্টে আজ বিতর্ক শুরু হবে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু পর দেশটিতে রাজনৈতিক এবং জনগণের মধ্যে ন্যাটোতে যোগ দেওয়ার সমর্থন অনেক বেড়েছে।
ন্যাটোতে যোগ দিলে বাল্টিকে পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে রাশিয়ার এমন হুঁশিয়ারির পরও ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, তার দেশ ন্যাটোতে যোগ দিবে কিনা এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে।
অন্যদিকে সুইডেনও ন্যাটোতে যোগদানের বিষয়ে ভাবছে।
এবিসিবি/এমআই