Type to search

Lead Story আন্তর্জাতিক

ফিনল্যান্ডকে ‘হুঁশিয়ারি’ পুতিনের

ন্যাটোতে যোগদানের বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো। এ নিয়ে রাশিয়ার মিডিয়াতে খবর প্রকাশ করা হয়েছে।

পুতিন সাউলি নিনিস্তোকে বলেছেন, ‘ফিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে বর্তমানে কোনো হুমকি নেই। এছাড়া ফিনল্যান্ডের দীর্ঘদিনের নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসা ভুল হবে।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিনল্যান্ডের অবস্থার পরিবর্তন দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষতি করবে। যা বহু বছর ধরে ভালো প্রতিবেশীতা এবং অংশীদারিত্বের সহযোগিতার চেতনায় নির্মিত হয়েছে এবং পারস্পরিকভাবে উপকারি ছিল।

মস্কো দুই দেশের প্রেসিডেন্টের কথোপকথনকে ‘খোলাখুলি মত বিনিময়’ হিসেবে উল্লেখ করেছে।

এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্য ফিনল্যান্ড পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দেবে। এটি বলতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো।

এবিসিবি/এমআই

Translate »