Type to search

Lead Story আন্তর্জাতিক

পুতিন বিশ্বাস করেন পরাজিত হবে না রাশিয়া

ইউক্রেন যুদ্ধে রাশিয়া পরাজিত হতে পারে বলে এখনো বিশ্বাস করেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ কথা জানিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালক বিল বার্নস বলেছেন, যুদ্ধে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করার পরিকল্পনারও কোনো লক্ষণ দেখাচ্ছেন না পুতিন। খবর প্রকাশ করেছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোয় নিযুক্ত ওয়াশিংটনের সাবেক রাষ্ট্রদূত বার্নস। শনিবার (৭ মে) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কিয়েভ দখলে রাশিয়ান বাহিনী ব্যর্থ এবং ইউক্রেনের দক্ষিণ-পূর্ব ডনবাস অঞ্চলে যুদ্ধের প্রধান ফ্রন্ট লাইন ধরে অগ্রসর হওয়ার জন্যও তারা সংগ্রাম করছে। তা সত্ত্বেও, পুতিন তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেননি। রুশ প্রেসিডেন্ট এখনো বিশ্বাস করেন যে, তার সৈন্যরা ইউক্রেনের বাহিনীকে পরাজিত করতে পারে।

Bill Burnsবিল বার্নস

বার্নস বলেন, ইউক্রেনীয় প্রতিরোধকে পরাস্ত করার জন্য রাশিয়ার ক্ষমতার প্রতি পুতিনের বিশ্বাস এমন যে তা সম্ভবত যুদ্ধক্ষেত্রের মূল পরাজয় সত্ত্বেও নড়েনি। আমি মনে করি সে এমন একটি অবস্থার মধ্যে রয়েছে, যেখানে সে বিশ্বাস করে না যে তিনি হারতে পারেন।

এবিসিবি/এমআই

Translate »