Type to search

Lead Story আন্তর্জাতিক

ফের পশ্চিমাদের দোষারোপ করলেন প্রেসিডেন্ট পুতিন

পশ্চিমাদের ফের দোষারোপ করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি জানান, পশ্চিমারা রাশিয়ার সংস্কৃতি বিলুপ্ত করার চেষ্টা চালাচ্ছে। শুক্রবার (২৫ মার্চ) আল জাজিরার এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পুতিন সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে এক বৈঠকে বলেন, তারা আমাদের জনগণের হাজার বছরের সংস্কৃতি পুরোপুরিভাবে বাতিলের চেষ্টা করছে।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর শুক্রবার (২৫ মার্চ) পর্যন্ত টানা ৩০ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে ২ পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

এবিসিবি/এমআই

Translate »