Type to search

Lead Story আন্তর্জাতিক

নির্বাচনি প্রচারণায় গিয়ে হেনস্তার শিকার মুখ্যমন্ত্রী মমতা, ৪৮ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে

নির্বাচনি প্রচারণা চলাকালে বাঁ পায়ের গোড়ালির হাড়ে গুরুতর আঘাত পেয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দোপাধ্যায়। নন্দীগ্রামে নির্বাচনি প্রচারণা চলাকালে তিনি আহত হন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি নন্দীগ্রামে ফিরে যান। বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় যখন নন্দীগ্রামের বিরুলিয়ার কাছে একটি মন্দির থেকে বের হচ্ছিলেন ঠিক সেই সময় তাকে কে বা কারা ধাক্কা দেয় বলে অভিযোগ ওঠে।

জানা গেছে, ডান হাত, পায়ের পাতা এবং ডান কাঁধেও চোট পেয়েছেন মমতা। আগামী ৪৮ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন কলকাতার এসএসকেএম হাসপাতালের ডাক্তার মণিময় বন্দোপাধ্যায়।

তিনি জানান, ‘পরীক্ষার প্রাথমিক রিপোর্ট বলছে, পায়ের পাতার হাড় ও তার বাঁ পায়ের গোড়ালিতে গুরুতর চোট রয়েছে। এছাড়া চোট রয়েছে ডান হাত, ডান কাঁধ ও গলায়। ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রী মমতা বুকে ব্যথা ও শ্বাসকষ্টের সমস্যা অনুভব করছেন। ৪৮ ঘণ্টার জন্য নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।’

আগামী ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। নন্দীগ্রামের প্রার্থী হিসেবে বুধবার (১০ মার্চ) মনোনয়ন জমা দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। সেখানে মুখ্যমন্ত্রী মমতার প্রতিদ্বন্দ্বী এক সময়ের তার ডানহাত শুভেন্দু অধিকারী। সম্প্রতি মন্ত্রিত্ব ছেড়ে যিনি বিজেপিতে যোগ দিয়েছেন।

বুধবার (১০ মার্চ) সন্ধ্যায় যখন মন্দির থেকে বের হচ্ছিলেন মমতা ঠিক সেইসময় মমতার চারপাশে উৎসাহী জনগণ ভিড় জমান। স্বাভাবিকভাবে নিজস্ব নিরাপত্তা রক্ষীরা ওই সময় ছিল মুখ্যমন্ত্রীর। এরই মাঝে মমতার গাড়ির দরজা ঠেলে দেওয়ার ফলে গুরুতর-ভাবে আহত হন তিনি।

সঙ্গে সঙ্গে নিজের গাড়িতে তুলে মমতাকে কলকাতার উদ্দেশ্যে আনা হয়। মমতা অভিযোগ করেন, স্থানীয় কোন পুলিশ ওখানে ছিল না। ছিলেন না এসপিও। এই ঘটনার কথা শোনার পর ওই এলাকায় দ্রুত ছুটে যান পূর্ব মেদিনীপুর জেলা  এসপি প্রবীণ প্রকাশ।

Translate »