Type to search

Lead Story রাজনীতি

নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না বললেন মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া এদেশে নির্বাচন হবে না, হতেও দেওয়া হবে না। এজন্য দরকার একটা আন্দোলন। এই আন্দোলন কারও প্রধানমন্ত্রিত্ব বা কারও মন্ত্রিত্বের জন্য নয়, এটা হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, ভোটের অধিকার নিশ্চিতের আন্দোলন।’

শনিবার (৩ নভেম্বর) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে বিএনপির রাজশাহীর বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘১০ তারিখে সমাবেশ করতে চাই। সরকারের এনিয়ে ঘুম নেই। নিজেরা নিজেরা বলাবলি শুরু করছে তখতে তাউস উল্টে যাবে। জনগণের উপর কোনো আস্থা নেই। আস্থা নেই বলেই প্রতি মুহূর্তে ভয় পায়, দুঃস্বপ্ন দেখে। বিএনপি আইলো, তারেক রহমান আইলো। এর আগেও নয়াপল্টনে বহু সমাবেশ করেছি কই কোনোদিন তো সমস্যা হয়নি। আজকে আপনারা জানেন আপনারা অনেক খারাপ করেছেন।’-ইত্তেফাক

এবিসিবি/এমআই

Translate »