দেশে থেমে নেই করোনার তান্ডব: মৃত্যু ৫৮, নতুন শনাক্ত ৫৬৮৩

দেশে হু হু করে বাড়ছে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ। প্রতিদিনই ভাঙছে শনাক্তের রেকর্ড। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জনের মৃত্যু। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় হাজার ২১৩ জনে।
এর আগের দিন গতকাল শুক্রবার ৫০ জনের মৃত্যু হয়েছিল এবং দেশের ইতিহাসে সর্বোচ্চ ৬ হাজার ৮৩০ জন করোনা রোগীরপজিটিভ শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ মৃত্যু বেড়েছে, তবে আক্রান্ত কমেছে।
এছাড়া দেশের গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৮৩ জন করোনায় শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জনে দাঁড়িয়েছে। দেশে আক্রান্তের হার ২৩.১৫।
কোভিড-১৯ নিয়ে শনিবার (৩ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এদিন ২৪ হাজার ৫৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।
বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী পজিটিভ শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন কোভিড-১৯ রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। করোনাভাইরাস যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে আগামী সোমবার আবার লকডাউনের ঘোষণা আসতে চলেছে।