Type to search

Lead Story জাতীয় স্বাস্থ্য

দেশে ডেঙ্গু শনাক্তের নতুন রেকর্ড

কোভিড সংকটের মাঝে দেশে প্রতিদিন বাড়ছে ডেঙ্গু শনাক্ত রোগীর সংখ্যা। দেশে কোভিড-১৯ পরিস্থিতি অবনতির মধ্যেই গত ২৪ ঘণ্টায় ১৯৪ জন ডেঙ্গি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া সারা দেশে ডেঙ্গিতে শনাক্ত হয়ে ৪জন মারা গেছে বলে সন্দেহ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৯৪ জন ডেঙ্গি শনাক্ত রোগীর মধ্যে শুধুমাত্র ঢাকাতেই হাসপাতালে ভর্তি হয়েছে ১৮১ জন।

এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট ৬৪২ জন ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে। রাজধানী ঢাকায় ভর্তি হওয়া ১৮১ জনের মধ্যে সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ৬২ ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১১৯ জন।

এছাড়া ডেঙ্গু সন্দেহে মারা যাওয়া ৪জনের তথ্য পর্যালোচনার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে।

Translate »