Type to search

Lead Story জাতীয়

দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু

ডেঙ্গুতে শনাক্ত হয়ে গত চব্বিশ ঘণ্টায় নয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এক দিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটি। এ নিয়ে চলতি মৌসুমে এ পর্যন্ত ১৬১ জন ডেঙ্গুতে মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় ৮৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৮২ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৯৮ জন। দেশের অন্যান্য জেলার বাসিন্দা ৩৮৪ জন। এ ছাড়া চলতি বছরে ৪০ হাজার ৯৮৩ ডেঙ্গু রোগী চিকিৎসা নেন। এর মধ্যে ২৭ হাজার ৬৪৬ জন ঢাকায় এবং ১৩ হাজার ৩৩৭ জন ডেঙ্গু রোগী ঢাকার বাইরে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন ৮৮২ জনসহ বর্তমানে তিন হাজার ৬৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে দুই হাজার ২৭৬ জন এবং ঢাকার বাইরে দেশের অন্যান্য জেলায় এক হাজার ৪০০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, ডেঙ্গু শনাক্তদের চিকিৎসা নিশ্চিত করতে আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা রয়েছে। হাসপাতালগুলোতে রোগী যাই হোক না কেন শঙ্কার কোনো কারণ নেই, চিকিৎসা পাবে।

এবিসিবি/এমআই
Translate »