Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় ৭ জনের মৃত্যু, শনাক্ত ১০৭২

corona-সারা বিশ্বে ২৪ ঘণ্টায় ৭ লাখ মানুষ করোনাক্রান্ত

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়ে সাতজন মারা গেছেন। আগের দিনে এই রোগে মারা গিয়েছিল চার জন। এ সময়ে সংক্রমণ কমেছে ১ দশমিক ৩৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। এতে আরও বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৪১ জন। মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ। রোববার করোনায় শনাক্তের হার ছিল ১১ দশমিক ১২ শতাংশ। আজ তা কমে দাঁড়িয়েছে নয় দশমিক ৭৭ শতাংশে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৯৭৪ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৭২ জন। আগের দিন ৮ হাজার ৯১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৯০০ জন।
দেশে এখন পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ১০ হাজার ৮৭৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১৩ দশমিক ৭৬ শতাংশ।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৯৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ২৬ হাজার ৯৫৭ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৪৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৪২ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় সাত হাজার ৩১০ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৫৬২ জন। শনাক্তের হার সাত দশমিক ৬৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৯ দশমিক ৩০ শতাংশ।

এবিসিবি/এমআই
Translate »