Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় ৬ জনের মৃত্যু, শনাক্ত ২১৫

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে শনাক্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন। এ নিয়ে সারা দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৯০১ জনে। মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় শনাক্তের হার বেড়েছে দশমিক ১১ শতাংশ। এই ভাইরাসে শনাক্তের হার ছিল এক দশমিক ১৭ শতাংশ, যা আজ বেড়ে হয়েছে এক দশমিক ২৮ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৬ হাজার ৮১২ জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ২১৫ জন। গতকাল ১৫ হাজার ২৩৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ১৭৮ জন। দেশে এ পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৯০ হাজার ৪১২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭১ হাজার ২২৮ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৯৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে শনাক্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২০৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭০ শতাংশ। দেশে এ পর্যন্ত ১৫ লাখ ৩৫ হাজার ৩৪ জন সুস্থ হয়েছেন।

এবিসিবি/এমআই
Translate »