Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৯১৬

দেশে এক দিনে করোনায় মৃত্যু ও শনাক্ত বেড়েছে। বুধবার (১২ জানুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই হাজার ৯১৬ জনের মধ্যে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছে এবং চার জনের মৃত্যু হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী আক্রান্তের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৮ শতাংশ।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এ পর্যন্ত দেশে মোট শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ে হাজার ৩০৫ জনে। আর করোনায় মৃত্যু হয়েছে ২৮ হাজার ১১১ জনের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে মোট ২৪ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৮ শতাংশ। আগের দিন এই হার ছিল ৮ দশমিক ৯৭ শতাংশ। ওই সময় রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ৪৫৮ জন। সে হিসাবে এক দিনের ব্যবধানে দেশে করোনা শনাক্ত বেড়েছে ৪৫৮ জন। আগের দিন করোনায় মৃত্যু হয়েছিল দু’জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু বেড়ে চার জনে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

এবিসিবি/ এমআই

Translate »