Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ৩৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার (৩০ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগেরদিন শুক্রবার দেশে ৩৫৫ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনা শনাক্ত ছয় জন কমেছে।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ চার হাজার ৮৯২ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২৮৮ জন।

২৪ ঘণ্টায় পাঁচ হাজার ২৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬.৬৪ শতাংশ। একদিনে ৭৬৩ জনসহ মোট ১৯ লক্ষ ৪১ হাজার ৫৪২ জন সুস্থ হয়েছেন।

এবিসিবি/এমআই

Translate »