Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় মৃত্যু শূন্য, নতুন শনাক্ত ২৯ জন

corona-সারা বিশ্বে ২৪ ঘণ্টায় ৭ লাখ মানুষ করোনাক্রান্ত

করোনাভাইরাসে শনাক্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। শুক্রবার (৩ জুন) নতুন রোগী শনাক্ত হয়েছে ২৯ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। মৃত্যুর হার  এক দশমিক ৪৯ শতাংশ। 

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় চার হাজার ৮২৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী আক্রান্ত হয়েছে ২৯ জন। শনাক্তের হার দশমিক ৬০ শতাংশ। আগের দিন পাঁচ হাজার ২২৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২২ জন।
দেশে এখন পর্যন্ত এক কোটি ৪১ লাখ ৩৭ হাজার ৯৫৬ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ৫৯২ জন।
এদিকে, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৩৯৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৩ জন। শনাক্তের হার দশমিক ৬৭ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ২৮ শতাংশ।
করোনা ভাইরাসে শনাক্তের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ১৯৫ জন। দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৩ হাজার ৫৮০ জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ।

এবিসিবি/এমআই
Translate »