Type to search

Lead Story জাতীয়

দেশে করোনায় আরো ২৪৬ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে শনাক্ত হয়ে আরও ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২১ হাজার ১৬২ জনে। এর আগে ২৭ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয়েছিলো। গতকাল রবিবার করোনাভাইরাসে ২৩১ জনের মৃত্যু হয়েছিল।

আজ সোমবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৮৯ জনের শরীরে করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে পজিটিভ শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জনে।

গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৯৩৭ জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ৫৩ হাজার ৪৬২টি। যেখানে পজিটিভ শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক ৩২ শতাংশ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৪৮২ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১১ লাখ আট হাজার ৭৪৮ জন।

Translate »