দেশের জনগণকে বাদ দিয়ে বিদেশিদের নিয়ে সুবর্ণজয়ন্তী পালন করছে সরকার: মির্জা ফখরুল
দেশের জনগণকে বাদ দিয়ে আওয়ামীলীগ সরকার বিদেশিদের নিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সভাপতি ও যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলকে দেখতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
তিনি জানান, মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর আয়োজনে মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়নি বলেও তার দাবি। স্বাধীনতার ৫০ বছর পরেও জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে সরকার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে আসছেন নাকি পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারণা করতে আসছেন সেই সম্পর্ক নিয়েও প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলটির মহাসচিব।
এ সময় ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে অমীমাংসিত বিষয়গুলোর সঠিক সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি এই নেতা।