দেশকে বিএনপিশূন্য করতে মরিয়া সরকার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার গোটা দেশকে বিএনপিশূন্য করা, বিরোধী দলশূন্য করা, এমনকি গণতন্ত্রশূন্য করার সব ধরনের পদ্ধতি ব্যবহার করছে। বিএনপিসহ বিরোধী দলকে স্তব্ধ করার উদ্দেশ্যই হচ্ছে, দেড় দশকের লুণ্ঠন ও অর্থ পাচারের কাহিনিগুলো যেন সাধারণ জনগণ জানতে না পারে।
গতকাল বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, অবরোধের দ্বিতীয় দিনও দেশের নানা জায়গায় পুলিশ ও আওয়ামী লীগ অবরোধকারী নেতাকর্মীর ওপর আক্রমণ চালিয়েছে। বিএনপির শান্তিপূর্ণ হরতাল ও অবরোধকে কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছে ২ হাজার ৫৬৩ জনের বেশি। মামলা হয়েছে ৫৫টির মতো এবং আহত হয়েছেন ৩ হাজার ৪৩৬ জনের বেশি নেতাকর্মী। একজন সাংবাদিকসহ নিহত হয়েছেন ৯ জন। গত ২৮ অক্টোবর মহাসমাবেশকে কেন্দ্র করে মোট গ্রেপ্তার করা হয়েছে ৪ হাজার ২৮৩ জনের বেশি নেতাকর্মী; মিথ্যা মামলা হয়েছে ৮০টির বেশি।
রিজভী আরও বলেন, সরকার শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি নিয়ে আন্দোলনকে রক্তাক্ত পন্থায় দমন করছে। বর্বরোচিতভাবে আক্রমণ চালিয়েছে শ্রমিকদের ওপর। আন্দোলন দমানোর জন্য সরকার সন্ত্রাসীদের নামিয়েছে। গত মঙ্গলবার এক যুবলীগ নেতা অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন শ্রমিকদের ওপর।-সমকাল