Type to search

Lead Story আন্তর্জাতিক

থাইল্যান্ডে গোলাগুলিতে শিশুসহ ৩০ জনের মৃত্যু

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে একটি শিশু পরিচর্যা কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে শিশুসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার (৬ অক্টোবর) এ খবর জানায় সিএনএন।

থাইল্যান্ড প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, নং বুয়া লাম্পু প্রদেশের উথাইসাওয়ান না ক্লাং জেলার শিশু উন্নয়ন কেন্দ্রে গুলি চালানো হয়। ফলে শিশুসহ ৩০ জন নিহত হয়েছেন।

থাই পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, ডে কেয়ার সেন্টারে নিহতদের মধ্যে শিশু এবং প্রাপ্তবয়স্ক নাগরিকরাও রয়েছেন। পুলিশের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তা ওই হামলা চালিয়েছেন। তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ও-চা।

এবিসিবি/এমআই

Translate »