ঢাকা-নবাবগঞ্জ সড়কে কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালকসহ ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধিঃ ঢাকা-নবাবগঞ্জ সড়কের কাছে নবাবগঞ্জের তুলসীখালী সেতু এলাকায় কাভার্ডভ্যান যাত্রীবাহী একটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলে সিএনজিচালক উজ্জ্বলসহ (২৭) ৪ যাত্রী নিহত হয়েছে। আজ রবিবার (৪ এপ্রিল সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, কাভার্ডভ্যানটি ঘটনার পরপর দ্রুত পালিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত ৪জনের মধ্যে চালক উজ্জ্বলের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানার মুগারচর এলাকায়। বাকি ৪জন রংপুর জেলার বাসিন্দা। তারা নবাবগঞ্জ থানা এলাকায় কৃষকের কাজ করতো। আগামীকাল সোমবার লকডাউন ঘোষণা হওয়ায় গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে পথে এ দুর্ঘটনার শিকার হন।
এ বিষয়ে নবাবগঞ্জ থানায় যোগাযোগ করা হলে থানা পুলিশ জানায়, ঘটনাস্থল শ্রীনগর থানার অন্তর্ভুক্ত। এ বিষয়ে আইনি পদক্ষেপ নিবে তারা।