Type to search

Lead Story রাজনীতি

ড. ইউনূসের কারাদণ্ড সরকারের প্রতিহিংসার প্রতিফলন

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের কারাদণ্ডকে সরকারের প্রতিহিংসার প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার বিকেলে ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, শ্রম আইন লঙ্ঘনের কথিত মামলায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইনূসকে ফরমায়েশি রায়ে সোমবার ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদালত। গণভবনের এই রায়ে পুরো জাতি লজ্জিত। ফরমায়েশি রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ক্ষোভ জানাচ্ছি। প্রতিহিংসার বশবর্তী হয়ে যে এই রায় দেওয়া হয়েছে তার প্রমাণ ড. ইউনূসকে নিয়ে শেখ হাসিনার অব্যাহত বিষোদগার।

তিনি বলেন, ২০২২ সালের ১৮ মে এক আলোচনা সভায় শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পদ্মা নদীতে টুস করে ফেলে দিয়ে হত্যা করার হুমকি দেন। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে পদ্মা সেতু থেকে পানিতে ফেলে চুবিয়ে মারার হুমকি দিয়েছিলেন। তখন থেকেই স্পষ্ট হয় ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে গভীর দুরভিসন্ধি করা হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, দেশের লাখ লাখ কোটি টাকা পাচারের হোতা, লুটেরা, ব্যাংক ডাকাত, ঋণ খেলাফিদের কিছুই হয় না। কিন্তু ড. ইউনুসের মতো জাতির গর্বকে সম্পূর্ণ সাজানো গোছানো রায়ে সাজা দেওয়া হয়।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী কেবল তার দল, উচ্ছিষ্টভোগী জোট, গৃহপালিত বিরোধী দল, গোয়েন্দা সংস্থার গড়া নকল দল তথাকথিত কুইন্স পার্টি, ভূইঁফোড় পার্টি, ড্রিঙ্কস পার্টি, ছিন্নমূল পার্টি এবং খুচরা কিছু পার্টি ও শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের ডামি প্রার্থীদের দিয়ে একটা ভাগ-বাটোয়ারার তামাশার নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছেন। ৩০০ আসনের নির্বাচনে ২ হাজার ২৬০ জন প্রার্থী হলেও ভোটার কেবল একজনই। তিনি খোদ শেখ হাসিনা। তিনি যাদের পছন্দ করবেন তাদেরকেই সিলমোহর দিয়ে দলদাস প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তার আওয়ামী নির্বাচন কমিশনারের মাধ্যমে নির্বাচিত ঘোষণা করবেন।

এ সময় গত ৪৮ ঘণ্টায় সারাদেশে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার, মামলা, আসামি ও আহতদের তালিকা তুলে ধরেন তিনি।

রিজভীর দাবি, গত ২৪ ঘণ্টায় ২৩৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, আহত হয়েছেন ৫৫ জন। এ সময় মামলা দায়ের করা হয়েছে ১২টি। এসব মামলায় আসামি করা হয়েছে ৯৮৩ জন নেতাকর্মীকে।-সমকাল

এবিসিবি/এমআই

Translate »