Type to search

Lead Story আন্তর্জাতিক

জয় শ্রী রাম বলে এবার দিল্লির বড়দিনের উৎসবে হানা

জয় শ্রী রাম বলে এবার বড়দিনের উৎসবে হানা দিয়েছে ভারতে একদল মানুষ। এই ঘটনার নেতৃত্বে ছিলেন দেশটির একজন রাজনৈতিক নেতা। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির রাজধানী দিল্লির গুরুগাওয়ের ১ প্রাইভেট স্কুলে বড়দিনের অনুষ্ঠানে হানা দেন অজ্ঞাত একদল ব্যক্তি। তারা জয় শ্রী রাম এবং ভারত মাতা কি জয় বলে স্লোগান দেয়।

ওই ঘপসাস্টসপাব্নাসর ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তি ওই স্কুলের শিক্ষার্থী ও স্টাফদের উদ্দেশ্য করে জানান এখানে খ্রিস্টধর্ম গ্রহণযোগ্য নয়। ওই ব্যক্তিকে আরো বলতে শোনা গেছে, আমরা যীশুকে অসম্মান করছি না কিন্তু আমরা ভবিষ্যৎ প্রজন্মকে বলতে চাই তারা যদি খ্রিস্টধর্ম পালন করতে চায় তাহলে বৈধভাবে করতে হবে কিন্তু ধর্মান্তরিত করার চেষ্টা যেন না করে। এটি ধ্বংস করে দিতে পারে ভারতীয় সংস্কৃতিকে।

গুরুগাওয়ের পাতুয়ারি শহরের নাহেরা গ্রামে ঘটেছে এই ঘটনা।

স্থানীয় এক যাজক বার্তা সংস্থা পিটিআইকে জানান, ‘ঘটনাটি ভীতিকর ছিল কেননা চার্চের আশেপাশে নারী ও শিশুরা ছিল। দিন দিন এমন উপদ্রপ বাড়ছে। এটি আমাদের প্রার্থনা ও ধর্ম অনুসরণ করার অধিকারের লঙ্ঘন।’

এবিসিবি/এমআই

Translate »