Type to search

Lead Story বিনোদন

জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের মারা গেছেন

জনপ্রিয় অভিনেতা আবদুল কাদের মারা গেছেন।

আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন থেকে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যু সময় তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আবদুল কাদেরের পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি।

জানা যায়, অসুস্থতা নিয়ে চিকিৎসার জন্য সম্প্রতি ভারতে গিয়েছিলেন এ অভিনেতা কাদের। সেখানে গিয়ে ক্যান্সার ধরা পড়ে তার। গত ৮ ডিসেম্বর ভারত থেকে তিনি দেশে ফেরেন।

শারীরিক অবস্থা সংকটাপূর্ণ হওয়ায় দেশে ফেরার পরই তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কোভিড-১৯ টেস্ট করা হলে গত ২১ ডিসেম্বর তার রিপোর্ট পজিটিভ আসে।

উল্লেখ্য, ১৯৫১ সালে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার সোনারং এলাকায় অভিনেতা আবদুল কাদেরের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করার পর সিঙ্গাইর কলেজ ও লৌহজং কলেজে অধ্যাপনায় তিনি নিযুক্ত হন। পরে জুতা তৈরিকারক প্রতিষ্ঠান বাটায় যোগ দেন ১৯৭৯ সালে; তিনি সেখানে ছিলেন ৩৫ বছর।

তার অভিনীত মঞ্চনাটকগুলোর মধ্যে রয়েছে– ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’, ‘মেরাজ ফকিরের মা’, ‘এখনও ক্রীতদাস’, ‘তোমরাই, স্পর্ধা’, ‘দুই বোন’।

টিভিতে ৩ হাজারের মতো নাটকে অভিনয় করেছেন তিনি। বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত শিল্পী এই জনপ্রিয় অভিনেতা।

দীর্ঘ অভিনয় জীবনের স্বীকৃতি হিসেবে টেনাশিনাস পদক, অগ্রগামী সাংস্কৃতিক গোষ্ঠী পদক, মহানগরী সাংস্কৃতিক ফোরাম পদক, জাদুকর পিসি সরকার পদক, টেলিভিশন দর্শক ফোরাম অ্যাওয়ার্ড, মহানগরী অ্যাওয়ার্ডসহ বেশ কিছু পদকও পেয়েছেন আবদুল কাদের।

Translate »