Type to search

Lead Story রাজনীতি সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় রাত ১১টায় বাবুনগরীর জানাজা

জেলা প্রতিনিধিঃ হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবু নগরীর জানাজার নামাজ বৃহস্পতিবার রাত ১১টায় হাটাহাজারী মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। জানাজা শেষে মাদরাসার কবরস্থানেই দাফন করা হবে তাকে।

হাটহাজারী মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া বলেন, আগে সন্ধ্যা সাড়ে ৭টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে জানাজায় অংশ নেবেন মানুষ। তাই রাত ১১টায় জানাজা অনুষ্ঠিত হবে।

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবু নগরী আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। ৬৭ বছর বয়সী বাবুনগরী ডায়াবেটিসসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন।

Translate »