Type to search

Lead Story জাতীয়

ঘূর্ণিঝড় জাওয়াদ: সাগরে তিন নম্বর স্থানীয় সংকেত

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর মেঘের সৃষ্টি হয়েছে সেই সাথে হালকা বৃষ্টিপাতও শুরু হয়েছে। বঙ্গোপসাগর থেকে ৮০০ কিলোমিটারের বেশি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি।

বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। এসময় সর্বোচ্চ ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

বাংলাদেশ ও ভারতের আবহাওয়াবিদরা জানিয়েছেন, জাওয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপ হিসেবে রবিবার (৫ ডিসেম্বর) দুপুর নাগাদ ভারতের উড়িষ্যার পুরি উপকূলে আঘাত হানতে পারে। এরপর আরও দুর্বল হয়ে উড়িষ্যা উপকূল ধরে পশ্চিমবঙ্গ হয়ে আসতে পারে বাংলাদেশে। তখন হয়তো এটি শক্তি ক্ষয়ে নিম্নচাপ বা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হবে।

ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশের প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে দেশের উপকূলীয় এলাকায়। শনিবার সকাল থেকেই রাজধানীর আকাশও মেঘে ঢাকা। জাওয়াদের প্রভাবে রবি ও সোমবার উপকূলীয় এলাকা ছাড়াও ঢাকায় বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

এবিসিবি/এমআই

Translate »