Type to search

Lead Story রাজনীতি

গাজীপুরের হামলা পরিকল্পিত, নেপথ্যে সাবেক মেয়র জাহাঙ্গীর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন, গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। ছাত্র-জনতার ওপর হামলাকারী আওয়ামী ফ্যাসিস্টরা এখনো বিরাজমান আছে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, রামদা নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা ছিল পরিকল্পিত।

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীরের লোকজন এ হামলা করেছে বলেও অভিযোগ করা হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের রাজবাড়ী মাঠে সর্বদলীয় বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন আরিফ সোহেলসহ অন্যরা।

এতে অংশ নিয়ে জাতীয় নাগরিক কমিটি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক আলী নাসের খান বলেছেন, রক্তের বদলা রক্ত নয়, ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার আওয়ামী লীগকে নিষিদ্ধের মাধ্যমে করতে হবে।

নেতাকর্মীরা আরও বলেন, গতরাতে আওয়ামী দোসররা পরিকল্পিতভাবে ছাত্রদের ফাঁদে ফেলে হামলা করেছে। গাজীপুর থেকে আজ ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলার কার্যক্রম শুরু হবে। পতিত ফ্যাসিস্ট সরকারের দোসর জাহাঙ্গীর আলমের পালিত কুকুরেরা এ হামলা করেছে। আ ক ম মোজাম্মেলের বাড়ি ভাঙচুরের অজুহাতে ছাত্রদের হত্যার পরিকল্পনা করেছিল। সাধারণ মানুষ এভাবে হামলা করতে পারে না।তারা আরও বলেন, হাসিনার প্রেত্মারা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের সব ধরনের ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।

বক্তারা অভিযোগ করেন, গতকালের হামলার সময় প্রশাসনের পক্ষ থেকে কোন সহযোগিতা করা হয়নি, বারবার কল করার পরেও তারা উদ্ধার করতে এগিয়ে আসেনি। দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের গ্রেফতার করতে হবে। প্রশাসন কেন সহযোগিতা করতে এগিয়ে আসলো না; বিষয়টি তদন্ত করতে হবে। মন্ত্রণালয়সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে থাকা আওয়ামী দোসদের  অপসারণ করতে হবে।

এতে বক্তব্য রাখেন ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম খান, ছাত্র শিবির গাজীপুর মহানগর শাখার প্রশিক্ষণ সম্পাদক হায়দার আলী, সদর থানা শিবির সভাপতি সোলায়মান কবির,

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সূরা সদস্য আরাফাত হোসেন অনিক, বৈষম্য বিরোধী নেতা আব্দুল আল মাহিম প্রমুখ।
যুগান্তর
Translate »